চাঁদাবাজের দল - লেখক জামিল
চাঁদাবাজের দল
লেখকঃ জামিল
দেশটা আজ মগের মুল্লুক
হয়ে গেছে ভাই,
কোথায় যাবো কোথায় যাবো
শান্তি কোথাও নাই।
স্বৈরাচারীর দল,
চারপাশে আজ দেখি শুধুই
চাঁদাবাজের দল।
নাই নাই নাই উপায় যে নাই
নাই যে করার কিছু?
চাঁদাবাজের দলে মোদের
ছাড়ে না রে পিছু।
তাদের শুধু দেখি,
এই দেশেতে দেখার মতো
আর কিছু নাই বাকি।
পিছু পিছু আসে,
না দিলে ভাই চাঁদা ওদের
ঘাড়ে চেপে বসে।
আমজনতার দল,
মার দিয়েছে মার দিয়েছে
চাঁদাবাজের দল।
স্বৈরাচারের চ্যালা,
তাদের গলায় পরিয়ে দে
পঁচা ঘুটের মালা।
বাহুতে ছিলো বল,
দেশটা আমার ঘিরেছে আজ
চাঁদাবাজের দল।
নিরীহ দূর্বল,
কে মেরেছে কে মেরেছে?
চাঁদাবাজের দল।
নিত্য মারে লাথি,
আমার দেশের রাজা ওদের
সুখের দুখের সাথী।
আসে পিছু পিছু,
রাজাও চায় তাদের কাছে
চাঁদা কিছু কিছু।
নিত্য অনশন,
ওদের ভয়ে চুপসে গেছে
দেশের জনগণ।
করতে প্রতিবাদ,
সব কিছু আজ সয়ে গেছে
ভেঙে গেছে বাঁধ।
আমজনতার ঢল,
চাঁদাবাজের দলে এখন
বৈধ চোরের দল।
চোর ডাকাতের দল,
তাদের সাথে লুটছেও তাই
চাঁদাবাজের দল।
আমরা থাকি ভাড়া,
বীরের জাতি বাঘের মতো
দেয় না রে আর সাড়া।
হয়ে গেছে চুপ,
তোরা কেহ তাদের নিয়ে
করিস না বিদ্রুপ।
নয় রে তারা খারাপ,
এই দেশেতে জন্মে তারা
করেছে ভাই পাপ।
চোরে কি হয় রাজা?
মজলুম কে দেয় পায়ে ঠেলে
গদির জোরে সাজা।
স্বৈরাচারের দল,
কে লুটিলো কে লুটিলো?
চাঁদাবাজের দল।
আমরা যাই চলে,
চাঁদাবাজি করুক ওরা
চোর ডাকাতের দলে।
ধরিতে না পারি,
দেশটা চল আমরা তবে
তাড়াতাড়ি ছাড়ি।
আমার কোনো ভাই,
তার ঘরেতে এসে তারা
বলে চাঁদা চাই।
ন্যায্য অধিকার,
এই দেশেতে চাই না মোরা
চোরের তাবেদার।
লিখিয়েছে নাম,
চাঁদাবাজের থেকে সে পায়
কোটি টাকা দাম।
বল রে হরিবোল,
দেশটা আমার লুট করিলো
রাজার চোরের দল।
কানটা খুলে রেখে,
দেশটা বল তোদের নামে
কে দিয়েছে লিখে?
তোদের কারো বাপের?
আমলারা দেখ গুছিয়েছে
ওদের সাধের আখের।
খাচ্ছে তারা লুটে,
দেনা আরো জিতিয়ে তাদের
তোদের দামী ভোটে।
বিলাসীতা যেনো,
এই দেশেতে ভালো মানুষ
থাকবে রে ভাই কেনো?
কারে কি আর বলি?
চাঁদাবাজে সব দিয়ে দে আজ
ঘরটি করে খালি।
ঘরে কিছু নাই,
গলা ছেড়ে তখন তোরা
কাঁদিস না কেউ ভাই।
তোর কাছে চায় চাঁদা?
কর্ম তাকে শেখায় নি কি
ওদের বাপে দাদা?
কর্মে যদি ডর,
চাঁদাবাজি ছেড়ে তবে
ভিক্ষার পথ ধর।
গণ অভিশাপ,
চাঁদাবাজের দলগুলো সব
বিষে ভরা সাপ।
আমার সাধের দেশ,
চাঁদাবাজের দলে আমার
দেশ করিলো শেষ।
থাকে মুক্তো মণি,
আমার সোনার দেশটা পেলো
চাঁদাবাজের খনি।
মহাপাপীর দল,
হে প্রভু তুমি করো আমার
দেশ জাতির মঙ্গল।
এমন সোনার চোর,
চোরগুলো সব দেশের মানুষ
করেছে মারধর।
যারা চোরের দলে,
চোরের সাথে সন্ধি তারা
করে তলে তলে।
জাগবে বিবেক কবে?
প্রভু তুমি এমন মানুষ
দিয়ো না আর ভবে।
সবখানেতে নয়,
বিবেক দিয়ে কাজ করিলে
তোরি হবে জয়।
কি করলি দেশের তরে?
প্রভুর কাছে বলবি কি তুই
এখন গেলে মরে?
পরেতে না ডরে,
তোর জন্ম হয়েছে কি
চাঁদাবাজের ঘরে?
বিবেক দিলো খোদা,
পরের পা চাটিস যদি
আস্ত তুই গাধা।
মরবি কবে বল?
দেশটা তোর লুটিলো ওই
চাঁদাবাজের দল।
মনে এনে বল,
তোর ঘরেতে ঢুকেছে আজ
চাঁদাবাজের দল।
কে লুটিলো বল?
দেশটা আমার লুটিলো ওই
চাঁদাবাজের দল।
বল রে তোরা বল?
দেশটা আমার লুটিলো ওই
স্বৈরাচারের দল।
শেষটুকু সম্বল,
প্রভু তুমি নাশ করো ওই
চাঁদাবাজের দল।
Comments
Post a Comment