চাঁদাবাজের দল - লেখক জামিল
চাঁদাবাজের দল লেখকঃ জামিল দেশটা আজ মগের মুল্লুক হয়ে গেছে ভাই, কোথায় যাবো কোথায় যাবো শান্তি কোথাও নাই। এই দেশেতে ছিলো আগে স্বৈরাচারীর দল, চারপাশে আজ দেখি শুধুই চাঁদাবাজের দল। নাই নাই নাই উপায় যে নাই নাই যে করার কিছু? চাঁদাবাজের দলে মোদের ছাড়ে না রে পিছু। দিন-দুপুরে পথে ঘাটে তাদের শুধু দেখি, এই দেশেতে দেখার মতো আর কিছু নাই বাকি। চাঁদার লাগি তারা মোদের পিছু পিছু আসে, না দিলে ভাই চাঁদা ওদের ঘাড়ে চেপে বসে। সবখানেতে মার খেলো রে আমজনতার দল, মার দিয়েছে মার দিয়েছে চাঁদাবাজের দল। বাপ-দাদাও ছিলো তাদের স্বৈরাচারের চ্যালা, তাদের গলায় পরিয়ে দে পঁচা ঘুটের মালা। স্বৈরাচারের জোরে তাদের বাহুতে ছিলো বল, দেশটা আমার ঘিরেছে আজ চাঁদাবাজের দল। জগৎ জুড়ে মার খেয়েছে নিরীহ দূর্বল, কে মেরেছে কে মেরেছে? চাঁদাবাজের দল। আমজনতার পেটে ওরা নিত্য মারে লাথি, আমার দেশের রাজা ওদের সুখের দুখের সাথী। যেথায় যাই চোরের দলে আসে পিছু পিছু, রাজাও চায় তাদের কাছে চাঁদা কিছু কিছু। চাঁদার লাগি করে ওরা নিত্য অনশন, ওদের ভয়ে চুপসে গেছে দেশের জনগণ। জনতা আজ ভুলে গেছে করতে প্রতিবাদ, সব কিছু আজ সয়ে গেছে ভেঙে গেছে বাঁধ। পথে ছুটে আসে না আর...