Posts

Showing posts from July, 2025

চাঁদাবাজের দল - লেখক জামিল

Image
চাঁদাবাজের দল লেখকঃ জামিল দেশটা আজ মগের মুল্লুক হয়ে গেছে ভাই, কোথায় যাবো কোথায় যাবো শান্তি কোথাও নাই। এই দেশেতে ছিলো আগে স্বৈরাচারীর দল, চারপাশে আজ দেখি শুধুই চাঁদাবাজের দল। নাই নাই নাই উপায় যে নাই নাই যে করার কিছু? চাঁদাবাজের দলে মোদের ছাড়ে না রে পিছু। দিন-দুপুরে পথে ঘাটে তাদের শুধু দেখি, এই দেশেতে দেখার মতো আর কিছু নাই বাকি। চাঁদার লাগি তারা মোদের পিছু পিছু আসে, না দিলে ভাই চাঁদা ওদের ঘাড়ে চেপে বসে। সবখানেতে মার খেলো রে আমজনতার দল, মার দিয়েছে মার দিয়েছে চাঁদাবাজের দল। বাপ-দাদাও ছিলো তাদের স্বৈরাচারের চ্যালা, তাদের গলায় পরিয়ে দে পঁচা ঘুটের মালা। স্বৈরাচারের জোরে তাদের বাহুতে ছিলো বল, দেশটা আমার ঘিরেছে আজ চাঁদাবাজের দল। জগৎ জুড়ে মার খেয়েছে নিরীহ দূর্বল, কে মেরেছে কে মেরেছে? চাঁদাবাজের দল। আমজনতার পেটে ওরা  নিত্য মারে লাথি, আমার দেশের রাজা ওদের সুখের দুখের সাথী। যেথায় যাই চোরের দলে আসে পিছু পিছু, রাজাও চায় তাদের কাছে চাঁদা কিছু কিছু। চাঁদার লাগি করে ওরা নিত্য অনশন, ওদের ভয়ে চুপসে গেছে দেশের জনগণ। জনতা আজ ভুলে গেছে করতে প্রতিবাদ, সব কিছু আজ সয়ে গেছে ভেঙে গেছে বাঁধ। পথে ছুটে আসে না আর...

আপনি কি বাঁচতে চান নাকি মরতে চান

Image
বাংলাদেশে বাচতে হলে বিএনপিকে দেওয়ার মতো চাঁদার টাকা আপনার পকেটে আছে তো??? বিএনপির নির্মমতা আপনি কি বাঁচতে চান নাকি মরতে চান? একটি জাতি যখন তার নৈতিকতা হারায়, তখন সে শুধু স্বাধীনতা হারায় না—হারায় নিজের বেঁচে থাকার অধিকারও। ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিটফোর্ডে দিনদুপুরে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই দৃশ্য ভিডিও ফুটেজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিএনপির ছত্রছায়ায় থাকা যুবদলের কিছু নেতাকর্মী। কারণ? ভাঙারি ব্যবসায়ী তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করেছিলো। এই প্রবন্ধের শিরোনাম—“আপনি কি বাঁচতে চান নাকি মরতে চান?”—শুধু একটি বাক্য নয়, এটি একটি চেতনার প্রশ্ন। একটি রক্তমাখা বাস্তবতা। আমাদের সবার ভেতরেই এই প্রশ্নটা জেগে ওঠা এখন সময়ের দাবি। বিএনপির অতীত ও বর্তমান: সহিংসতার ধারাবাহিকতা ্মিডফোর্ড হাসপাতালের পাশে বিএনপির হত্যাকান্ড   বাংলাদেশের রাজনীতিতে বিএনপির নাম শুনলেই যে কয়েকটি শব্দ স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে, তা হলো: দমন, পীড়ন, চাঁদাবাজি, এবং সন্ত্রাস। ২০০১–২...